জেলার প্রায় 315605টি কৃষক পরিবারের কৃষি বিষয়ক চাহিদা ও তার যোগান নিশ্চিতকল্পে বাংলাদেশ সরকারের পক্ষে যে সংস্থাটি নিরমত্মর কাজ করে যাচ্ছে, তা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ । 6টি উপজেলার কৃষি কার্যক্রমের তত্ত্বাবধানকারী, পরিকল্পনাকারী, মূল্যায়নকারী প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা অফিসটি শহরের শেরে বাংলা সড়ক,কবরস্থান, হামদহ অবস্থিত। সংস্থা প্রধান হিসেবে রয়েছেন একজন উপ পরিচালক । একজন শস্য উৎপাদন বিশেষজ্ঞ এবং একজন উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ রয়েছে । এর আওতায় 6টি উপজেলায় 6টি উপজেলা কৃষি অফিস ও 207টি ব্লক রয়েছে। ব্লক পর্যায়ে নিয়োজিত উপ-সহকারী কৃষি অফিসার (এসএএও)গনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কৃষি-সেবা নিশ্চিত করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস